skip to main |
skip to sidebar
একটা সময় ছিল যখন নারীরা বিবাহিত না অবিবাহিত এটা বোঝা যেত নাকের নাকফুল দেখে। মাঝে নাকফুল পরার চল প্রায় উঠেই গিয়েছিল। ফ্যাশনেবল তরুণীরা নাকফুল পরাকে স্মার্টনেসের পরিপন্থী মনে করত। তবে সময় বদলেছে। এখন তরুণীরা ছোট বড় নাকফুল পরছেন। অনেকে তো প্রতিটি পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নাকফুল পরেন। ফ্যাশনেও নাকফুল আগে শুধু সোনা বা রুপার নাকফুল পরা হলেও বর্তমানে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে মেয়েদের কাছে...
গয়না ছাড়া নারীর সাজ অসম্পূর্ণ। আবার কানের দুল ছাড়া গয়নার দিকটা অসম্পূর্ণ। গয়নার ফ্যাশনে অনেকখানি অংশ জুড়ে আছে এই কানের দুল। এখন সোনা, রূপা ছাড়াও বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হচ্ছে কানের দুল। ফ্যাশনপ্রিয় নারীরা বেশ আগ্রহের সঙ্গেই বেছে নিচ্ছেন এসব দুল। গয়নার ফ্যাশনে কানের দুল কোন মুখে কেমন দুলঃ লম্বাটে মুখ হলে লম্বাকৃতির দুলে মুখ আরো লম্বা দেখাবে। আবার গোলমুখের কেউগোলাকৃতির দুল পরলে...